 
                      
                    
                    
                    
                        
 ’সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধি মানুষের ক্ষমতায়ণ’-এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলার অস্বচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৩ ডসেম্বর) সকাল ১১টার দিকে শহরের মিজান রোডস্থ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব উপকরণ বিতরণ করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমার বিকম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন। উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সমাজ কল্যাণ পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম নান্টুসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এতে ০৬ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অস্বচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল, হ্যান্ড ওয়াকার বিতরণ করা হয়েছে।

