শহর প্রতিনিধিঃ গতকাল ৫ মে সন্ধ্যায় অসুস্থ মা কে ডাক্তার দেখাতে মেয়ে মাকে নিয়ে ট্রাংক রোড রিক্সা যোগে পুলিশ কোয়াটার থেকে আসলে রিক্সা থেকে নামার সাথে সাথে সিএনজি চালক তার পেসেন্জার কিনা ভেবে জিঙ্গেস করতে থাকে কই যাবেন আফা কই যাবেন কিন্তু মেয়ে মা এ বিষয়ে কোন উত্তর না করায় চালকটি ওদের যাবার পেছনে একটি বাজে মন্তব্য প্রকাশ করলে মেয়েটি শুনে যায় এবং এ বাজে কথা বলার জবাব চাইতে আসলে এক পর্যায়ে মেয়ে ও চালকের মাঝে কথা কাটাকাটি হলে চালকটি বাজে ভাবে গালাগাল করলে অসুস্থ্য মা চালকটির গালে একটি চড় বসান। চড় খেয়ে চালক বেসামাল হয়ে প্রথমে মাকে চড় থাপ্পড় মারলে মেয়ে বাধা দিতে আসলে মেয়েকেও কিল ঘুষি দিতে থাকেন। আশ পাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে চালককে ধরে ফেলেন এবং ঘটনাস্থল দিয়ে তখন হোন্ডা যোগে যাবার পথে কাউন্সিলর সাইফুর রহমান বিষয়টি দেখতে পান এবং তিনি নেমে ঘটনাটা পুরাপুরি ভাবে শুনেন এবং তিনি বলেন মা মেয়ের গায়ে হাত তোলা একটি খুবই নেক্কারজনক এবং ঘৃন্যচারন এবং সিএনজি চালককে ঘৃন্যচারনের জন্য মডেল থানায় সোপর্দ করালেন।