সংবাদ বিজ্ঞপ্তি, ১২ মার্চ ২০১৮
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১২ মার্চ) বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী হায়দার, লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন শিপন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাফায়েত উল্যাহ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন ও শিক্ষার্থী রৌশন তাসলিম সুচি।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি আজিজ আহম্মদ চৌধুরী তার বক্তব্যে বলেন- একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এদেশকে স্বাধীন করেছিল। আগামীতে গ্রাম-বাংলার চমকপদ উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন ও দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান।