ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পুলিশ ফাঁড়িতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে দিনভর বিনামুল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মার্চ) সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কর্মসূচির আয়োজক রোকেয়া প্রাচী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাগাজী চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, চরচান্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান , প্রধান শিক্ষক আজিজ উল্যাহ প্রমুখ। কর্মসূচিতে চিকিৎসা দিয়েছেন ডা. মনিলাল আইচ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক, কান ও গলা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসাপাতাল। এছাড়াও সাথে ছিলেন আরো অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল। এ বিষয়ে রোকেয়া প্রাচী জানান, একটি সুস্থ্য জাতি গঠনে বদ্ধপরিকর শেখ হাসিনার সরকার। জনস্বাস্থ্যের নানা দিক বিবেচনায় সর্বোচ্চ গুরু¡সহকারে স্বাস্থ্যখাতে ধারাবাহিক উন্নয়ন চলছে। স্বাস্থ্য খাতে সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এসময় রোকেয়া প্রাচী আরো জানান কর্মসূচীটি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং আজকে নাক,কান ও গলা রুগীদের চিকিৎসার মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচীতে এলাকার ৫’শতাধিক নারী পুরুষ বৃদ্ধ ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা চিকিৎসা নেন। এবং কয়েকজন রোগীকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার দায়িত্ব নেন। পরে চরদরবেশ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার এর ভিত্তি প্রস্তর স্থাপন রোকেয়া প্রাচী।