মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ফেনী শহরের ডাক্তার পাড়ায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় পশ্চিম ডাক্তার পাড়ার সওদাগর বাড়ির আবুল কাশেমের বাড়ি থেকে থেকে ১২২০ পিস ইয়াবা, ৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় হুইস্কি ও ৩২ বোতল বিয়ার, ২০০ গ্রাম গাঁজা, নেশা জাতীয় দ্রব্য বানানোর কেমিক্যালসহ আটক করা হয় মো: রায়হান আহম্মেদ ওরফে রিয়াদকে (৩৮)। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত তালিকার ৩ নম্বরে থাকা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এছাড়াও বাড়ি থেকে আটক করা হয় রিপন হোসেন (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ প্রদান করেন আদালত। অভিযানের খবর পেয়ে সেখানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ছুটে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে. এম. এনামুল করিম। সাথে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব জানে আলম ও নেজারত ডেপুটি কালেক্টর সারওয়ার সালাম উপস্থিত ছিলেন।