নিজস্ব প্রতিনিধি>> ফেনীতে মাদক বিরোধী প্রচারনা বিষয়ক প্রেস ব্রিফিং বৃহস্প্রতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ! ভয়ংকব ব্যাধি মাদক। যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে এই ব্যাধি। সরকার এই ব্যাধি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। দেশব্যাপি মাদক বিরোধী প্রচারণা কার্যক্রম অংশ হিসেবে বৃহস্প্রতিবার (০১ মার্চ) সাড়ে ১২টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে জেলা তথ্য বিভাগ। জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মুনির এর সঞ্চালনায় প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম ও জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ জাহিদ।
সভায় আলোচকবৃন্ধ মাদকের ভয়াবহতা রোধকল্পে সরকারের সকল সংকল্প ব্যাক্ত করে এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বরোপ করেন। মাদকের ভয়াবহতা রোধকল্পে তথ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত চলমান সকল কর্মসূচি ০১ মার্চ থেকে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে।