নিজস্ব প্রতিনিধি, ২৮ ফেব্রুয়ারী :
ফেনীতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় দুই ইটভাটাকে জরিমানা ও ২টি এক্সক্যাভেটর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে ছাগলনাইয়া উপজেলার শিলুয়ায় এ দুটি ইটভাটায় জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
আদালত সূত্র জানায়, কৃষি জমির মাটি ব্যবহার রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় মাটি কাটার সময় ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগড়ের শিলুয়া ব্রিক এর
মালিক গোলাম মোস্তফাকে ১ লাখ টাকাজরিমানা আদায় করেন। এসময় পাঠান নগর এলাকা থেকে একটি এক্সক্যাভেটর মেশিন জব্দ করা হয়।
একই দিন মোটবী ইউনিয়নের শাহাপুর থেকে মাটি কাটার অপরাধে একটি এক্সক্যাভেটর জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় পশ্চিম শিলুয়ার রহমান ব্রিক ফিল্ডের মালিক নুরুন নবীকে ১ লাখ টাকা
জরিমানা করা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবির, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দায় চৌধুরী, ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত
ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, জেলা প্রশাসনের প থেকে এ ধরণের অভিযান অব্যাহ থাকবে।