সোনাগাজীর ৬ষ্ঠ ভাষা প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আলোকিত সোনাগাজীর সম্পাদক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও মাস্টার বিল্লাল হোসেনের সঞ্চালনায় ভাষা প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনাগাজীর কৃতি সন্তান ভাষা সৈনিক শামছুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজীর কৃতি সন্তান এফবিসিসিআই এর পরিচালক ও নাট্য অভিনেত্রী শমি কায়সার, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হকার্স সম্পাদক নূরুল করিম মজুমদার, বখতার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহআলম, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসহাক খোকন,মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদিন বাবলু, ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম বাবুল ,বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোঃ আলমগীর, আল-হেলাল একাডেমীর প্রধান শিক্ষক মো. আবদুল হক, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, বাবুল, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, উপমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রহিম উল্যাহ চৌধুরী, আলোকিত সোনাগাজীর নির্বাহী সম্পাদক মোতাহের হোসেন ইমরান , সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আনোয়ার সোহেল, মাস্টার শফি উল্যাহ, সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ ,রফিকুল ইসলাম চোকধন ও মহি উদ্দিন প্রমূখ। উক্ত ভাষায় প্রতিযেগিতায় সোনাগাজী উপজলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫শ' শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।