শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার ফেনীতে প্রথমবার সাত দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন উপলক্ষে শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন করেছেন ফেনী জেলা প্রশাসন।সকালে ফেনী মিজান রোড় সালাম কমিউনিটি সেন্টার থেকে শোভাযাত্রা র্যালী ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি সালাম কমিউনিটি সেন্টারে এসে শেষ করে।পরে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক জনাব মনোজ কুমার রায়।তিনি জানান ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি ফেনীতে সাত দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে পিটিআই স্কুল মাঠ প্রাঙ্গনে।জাতীয় শিল্পনীতি ২০১৬ অনুযায়ী মেলায় আনুমানিক ৫০ টি স্টল স্থানীয় পর্যায়ে উৎপাদিত উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে স্টল বরাদ্ধ প্রদান করবেন বলেও জানান তিনি।মেলার শুরুর দিন থেকে শুরু করে মেলার শেষ দিন পর্যন্ত প্রতিদিন জেলা শিল্প কলা একাডেমী/স্থানীয় সাংস্কৃতিক সংঘঠনের মাধ্যমে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা,ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,উদ্যোক্তার সমন্বয়ে আলোচনা সভার আয়োজনও রাখা হয়েছে।