নিজস্ব প্রতিনিধি>>
নিজস্ব প্রতিনিধি>> ফেনীতে মো. জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহনের দায়ে দুই জনকে আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে শহরতলীর কাজিরবাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে তাসিফ উদ্দিন পাপন (১৯) একই গ্রামের মনির আহাম্মদের ছেলে মোঃ নুরের নবী (১৮)।
র্যাব জানায়, ওই দিন সকালে অপহৃত ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী আয়েশা আক্তার তার স্বামীকে একটি চক্র অপহরন করেছে মর্মে র্যাব বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগে তিনি জানান,ওই চক্রের সদস্য ফোরকান তার কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে ।না হলে তার স্বামীকে হত্যা করবে তারা।
একপর্যায়ে র্যাব অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতে শহরতলীর কাজিরবাগ মুজিব ব্রিকস্ ফিল্ডের পিছনে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী জসিম উদ্দিনকে উদ্ধার করে।এসময় ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে তাসিফ উদ্দিন পাপন (১৯) একই গ্রামের মনির আহাম্মদের ছেলে মোঃ নুরের নবী (১৮) কে আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর সত্যতা নিশ্চিত করেন।