শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার মানবতার সংগ্রামী শ্রমিক,একজন সফল সংঘঠক,ইউনিটি ব্লাড সেন্টার'র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম কে আর সূর্য'র আজ রক্ত দানের মধ্য দিয়ে ৪২তম রক্তদান সম্পূর্ণ হলো।২০০৪ সাল থেকে এ মানব প্রেমী সূর্য মাবতার জন্য তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে।স্বেচ্ছায় রক্ত দিয়ে তিনি মনে করেন মানবতার জন্য হাত বাড়িয়ে দেয়ার সর্বচ্চ মানব সেবা।আর এই সেবা সর্বত্র বাড়ীয়ে তুলতে এবং এ সেবায় সচেতনতা গড়ে তুলতে 2013 সালে প্রতিষ্ঠাতা মুখ পাত্র তারেক আজিজ ও প্রতিষ্ঠাতা সভাপতি তৈরি করেন ইউনিটি ব্লাড সেন্টার নামক একটি স্বেচ্ছাসেবী সংঘঠন।এই সংঘঠনটি ধীরে ধীরে সদস্য বাড়তে শুরু করে শুরু হয় সচেনতামূলক বিভিন্ন কর্মকান্ড।ইতি মধ্যে ফেনী ৬ টি উপজেলায় সফল ভাবে ভিন্ন ভিন্ন মেয়াদে গঠন করেন কমিটি যার ব্যপকতায় ফেনী ছাড়িয়ে অন্যান্য জেলাতেও এই সংঘঠনটির কার্যক্রম চলছে।সংঘঠটি ব্লাড ডোনেট,ব্লাড ক্যাম্পেইন ছাড়াও মানবতার কল্যানে আরো সেবামূলক কার্যক্রম করছেন।শীত বস্ত্র বিতরণ,এতিম কোরআন হাফেজদের ঈদ পোষাক বিতরণ,অসহায় এতিমদের মাঝে ইফতার,নগত অর্থ বিতরণ,রহিঙ্গাদের পাশে দাঁড়ানো,গরমে খাবার স্যালাইন ও পানি বিতরণ সহ আরো অনেক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।জানা যায় এ সংঘঠনটির অভিবাবকত্বে কাজ করছে ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন নামক সংঘঠনটি।