শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার ফেনী শান্তি নিকেতন ইনষ্টিটিউট'র বার্ষিক পুরষ্কার বিতরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইনষ্টিটিউট প্রাঙ্গনের সামনে।২রা ডিসেম্বর শনিবার সকাল ১০.৩০ মিনিটে প্রধান অতিথি বিশেষ অতিথীদের উপস্থিতিতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তালোয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র তানভির মোঃ মহিন।জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করেন।শান্তি নিকেতন ইনষ্টিটিউট'র সন্মানতি চেয়াম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব কে.বি.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম জাহাঙ্গীর আলম সরকার মাননীয় পুলিশ সুপার,ফেনী।অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা নুর করিম ও শারমিন আক্তার'র অনুষ্ঠান সঞ্চলনায় বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ইউছুপ,বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোস্তফা হোসেন,দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক জনাব আবু তাহের,ওয়ার্ড কাউন্সিলর জনাব মাহতাব উদ্দিন মুন্না,১২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হারুনুর রশিদ মজুমদার,স্টার লাইন'র নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী সিটি গার্লস হাই স্কুলের সন্মানীত অধ্যক্ষ জনাব রোটারিয়ান মামুনুর রশিদ।আলোচনা সভায় প্রধান অতিথী তার বক্তব্যে ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের উদ্যেশ্য নিয়ে কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।বক্তব্যে তিনি বলেন অভিবাবকদের বিশেষ করে মায়েদের তাদের সন্তানদের প্রতি সচতনতার নজর বাড়াতে,তাদের সন্তানদের ভালোভাবে গাইড লাইন করতে।সমাজে সু-শিক্ষায় সন্তানদের বড় করে তুলতে হলে সচতনার বিকল্প নেই।আপনার ছেলে মেয়েকে পড়াশুনার পাশা পাশি খেলাধুলা,গান,নৃত্য,আবৃত্তি সহ যে কোন কিছুতে আপনাদের সন্তানদের আগ্রহী করে তোলারও আহবান জানান এই ফেনী জেলা আইনশৃংখলার সফল নেতৃত্বদানকারী পুলিশ সুপার জনাব এস.এম জাহাঙ্গীর আলম সরকার।তিনি বক্তব্যের পাশা পাশা একটি অনুরোধের গানও গেয়ে শুনান সকলের মাঝে।আলোচনার মাঝে মাঝে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৃত্য গানে ভরপুর আনন্দে মাতান অতিথীবৃন্দদের।শেষে উপস্থিত অতিথীবৃন্দের মাঝে ক্রেস্ট ও কৃতি-শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সামগ্রী তুলে দেন।