শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার ফেনীতে পুরাতন জজকোর্ট জামে মসজিদে আজ বিকাল ৪টার নাগাত একটি গোডাউনে আগুন লাগে,সে আগুন নেভানোর জন্য খবর পেয়ে ছুঁটে আসেন ফেনী ফায়ার সার্ভিস দল,আগুন নিয়ন্ত্রনে আনতে তারা সক্ষম হন ২৫/৩০ মিনিটের মধ্যে।আগুন লাগার কারন বিদুৎ এর শর্ট সার্কিট থেকেও হতে পারে বলে ধারনা করেন মসজিদের ঈমাম তবে এতে বড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।ফায়ার সার্ভিসের দল আগুন নিভিয়ে যাবার ২০ মিনিট পর ঘটলো আবারও অগ্নিকান্ড।মসজিদের পাশেই যে ভবনটি ছিলো সেটি ছিল আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রিসেন্টের অফিস সভা কক্ষ,আগুন ধরে যায় সে ভবনটিতে।মহুত্বের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে।সে ভবনটিতে রেড ক্রিসেন্টের অফিস সভা কক্ষ ছাড়াও ছিলো কিছু ব্যবসায়ীদের কাপড়ের গোডাউন।প্রথমে স্থানীয়রা চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রন করার জন্য কিন্তু আগুনের পরিমান বেশি থাকায় ব্যার্থ হন তারা।কিছু সময় যাবার পর পূনরায় ছুঁটে আসেন ফায়ার সার্ভিসের কর্মিরা।এবার আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে ১ ঘন্টার মত।ব্যবসায়ী ও রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান আগুনের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ। স্থানীয়রা বললেন প্রথম ঘটনার আগুন নেভানোর পর চারদিকে পরিদর্শন করলে এই দূর্ঘটনাটি ঘটত না।এ বিষয়ে ফায়ার সার্ভিসের উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে প্রথম জন এড়িয়ে গেলেও আরেকজন কর্মকর্তা বলেন এতে ওনাদের কোন প্রকার গাফিলাতি ছিল না।ওনারা ওনাদের দায়িত্ব সঠিক ভাবেই পালন করেছেন,এটি স্থানীয়দের ভুল ধারনা।