শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার ফেনীতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)'র আয়োজনে নারীদের নিয়ে ১০ দিন ব্যাপি বিউটিফিকেশন ও পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেনী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ - পরিচালক মো. মাকসুদুর রহমান। সংগঠনের জেলা শাখার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আই জেলা প্রতিনিধি রবিউল হক রবি,ফেডারেশন অব এনজিওস ইন ফেনীর চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ফেনী যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য শাখার প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, শহরের মিজান রোডের জুম্মা শপিং সেন্টারের পরিচালক শেখ নুর উদ্দিন মাহমুদ চৌধুরী মামুন,ফেডারেশন অব এনজিওস ইন ফেনীর নির্বাহী সচিব লিয়াকত আলী আরমান, স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মর্জিনা আক্তার। সংগঠনের ফেনী শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক বৃষ্টি পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিওয়াইডিএফ ফেনী জেলা শাখার সহ- সভাপতি দিদার মজুমদার, আরাফাত উল মিল্লাত দিপুল, সাধারণ সম্পাদক মাখজাম হায়দার মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, মো. শওকত হোসেন শাকিল, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু। আরো বক্তব্য রাখেন কোর্সের প্রশিক্ষক মেরিনা ইসলাম, সুলতানা আক্তার নিলু। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শামীমা আক্তার পুষ্প ও মারুফা জাহান রিয়া।