হকার্স রিপোর্ট ঃ গত ১৩ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ২১ নভেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ফেনীর অতীত গডফাদার জয়নাল হাজারীর শীর্ষ ক্যাডার আজহারুল হক আরজু ও শাখাওয়াতের আহুত সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে গতকাল বুধবার জেলা আওয়ামীলীগ বিকালে ফেনীর ফুড গার্ডেনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাসের জনপদ খ্যাত ফেনী আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে আজকে শান্তির জনপদে রূপান্তরিত হয়েছে। তাদেরকে জড়িয়ে আরজু-শাখাওয়াত যে মিথ্যাচার করেছে জেলা আওয়ামীলীগ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও জেলা আওয়ামীলীগ বিষয়টি জাতির কাছে পরিস্কার করেছে। আজহারুল হক আরজু সংগঠন বিরোধী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। আরজু ও শাখাওয়াত জেলা যুবলীগের কোন পদ ও পদবিতে ছিল না ও নাই। লিখিত বক্তব্যে আরো বলেন, ইকবাল সোবহান চৌধুরীর সম্পাদনায় দ্যা ডেইলি অবজারবার পত্রিকায় আওয়ামীলীগের জনপ্রিয় সাংসদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ পরিবেশন করে আওয়ামীলীগ ও সরকারের সুনাম নষ্ট করেন। এ সংবাদ নিয়ে জাতীয় সংসদে ব্যাপক সমালোচনা করা হয় এবং বিভিন্ন জায়গায় ইকবাল সোবহান চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করেন যা বর্তমানে বিচারাধীন। তিনি আরো বলেন, জনবিচ্ছিন্ন জয়নাল হাজারী, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর ইন্দনে আরজু ও শাখাওয়াত বিএনপি-জামায়াতের এজেন্ট হয়ে কাজ করছে। এর ধারাবাহিকতায় ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাংবাদিক সম্মেলনের দীর্ঘ একমাস পর আরজুর সাংবাদিক সম্মেলন তারই প্রতিফলন। তিনি আশংকা প্রকাশ করে বলেন, জয়নাল হাজারী গং ফেনীর রাজনীতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য যে কোন ধরণের রক্তপাত ঘটনা ঘটিয়ে আওয়ামীলীগের উপর দোষ চাপাতে পারেন। তিনি বলেন, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমের দিক নির্দেশনা ও জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির সহযোগিতায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ দৃঢ় প্রতিজ্ঞ। সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, এডভোকেট আক্রামুজ্জামান, জিপি এড. প্রিয়রঞ্জন দত্ত, পিপি এড. হাফেজ আহাম্মদ, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন প্রমুখ।