শহর প্রতিনিধিঃ মেধা ও নৈতিকতার সমন্বয়ে "সবার জন্য শিক্ষা"এ শ্লোগান কে সামনে রেখে ২০১২ সালের ১৮ই মে থেকে পথ চলা শুরু সেচ্ছাশ্রমের উপর ভিত্তি করে সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত "উন্মুক্ত কোচিং সেন্টার। প্রতি বছরের ন্যায় এ বছর ও সংগঠন টি সমাপনি /ইবতেদায়ী ১০ টি করে মোট ২০টি মডেল টেস্ট গ্রহন সম্পন্ন করে।সাপ্তাহিক ২টি আড়াই ঘন্টার ক্লাশ আর একটি করে পরীক্ষা শেষে আজ দুপুর ২:৩০থেকে ১৭ জনজন সমাপনি শিক্ষার্থীকে নিয়ে স্ব-ক্যাম্পাসে সমাধান ক্লাশ এবং মডেল টেস্টে সর্বোচ্চ নম্বর অর্জন কারী ৩ জনকে সাজেশন, ডায়েরি এবং মহা মূল্যবান কলম এবং বাকীদের কে কলম প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠা সদস্যদের মধ্যে অন্যতম দাতা সদস্য ছালাউদ্দিন পিয়াস, আব্দুল হান্নান, খায়রুল আলম, শেখ জাবেদ,রিয়াজ, সাকিলসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ দিকে উন্মুক্ত কোচিং সেন্টারে ৫ম ব্যাচের হয়ে জিপিএ ৫ এবং সরকারি ভিত্তি অর্জন কারী শিক্ষার্থী ইমরুল কায়েস স্পেশাল মেহমান হিসেবে উপস্থিত কিছু অভিজ্ঞতার আলোকে কিছু দিকনির্দেশনা দেন। কোচিং সেন্টারের শিক্ষকদের দীর্ঘ ৩ ঘন্টা নানা কর্মসূচি আর প্রোগ্রাম এর মধ্য দিয়ে এবারে ২০১৭ সালের কার্যাবলী সম্পন্ন করা হয়। এ ছাড়া ও এ সেচ্ছাশ্রমি কোচিং সেন্টার টি এ প্লাস সংবর্ধনা, বাসায় গিয়ে দূর্বল শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া সহ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান। প্রতিষ্ঠাতা পরিচালক বাছেত জানান যে, আমাদের মত সবাই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসলে নিরক্ষরতা থেকে পরিত্রাণ পাবে আমার সোনার বাংলা সেই সাথে অর্জিত হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ। তিনি আরো জানান যে, শিশুদেরকে প্রাথমিক থেকে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। যে কাজটা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি এবং আমার উন্মুক্ত কোচিং সেন্টার। তিনি বিশ্বাস করেন যে, সবার দোয়া আর ভালবাসায় এগিয়ে যাবে উন্মুক্ত কোচিং সেন্টার।