নিজস্ব প্রতিনিধি >>
ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা টাকা ব্যাংক থেকে উত্তোলন করে অফিসে নেওয়ার পথে অভিনব কায়দায় ছিনতাইকৃত আড়াই লাখ টাকার মধ্যে এক লাখ ৮০ হাজার টাকাসহ পাঁচ ছিনতাইকারীকে বুধবার গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সূত্র জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন- খুলনার দৌলতপুর থানার সেনপাড়ার মৃত সিদ্দিক সরদারের ছেলে মো. হাসান (৪৫), একই জেলার খালিসপুর থানার শেখপাড়ার শেখ নজরুল ইসলামের ছেলে শেখ রাসেল (৩৫) এবং শরিয়তপুর জেলার জাজিরা থানার শোলাকান্দি গ্রামের মৃত আবুল কাসেম মৃধার ছেলে মো. নাছির উদ্দিন (৪০) ও একই থানার মৃত রফিকের ছেলে মো. সোহেল (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ’র অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকৃত আড়াই লাখ টাকার মধ্যে এক লাখ ৮০ হাজার টাকাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার ১৭ লাখ ৪০ হাজার টাকা সোনালী ব্যাংক, ফেনীর প্রধান শাখা থেকে নগদ উত্তোলন করে সরকার নিখিলেশ চাকমা ও অফিস সহায়ক আশাদুল্লাহ ব্যাটারী চালিত অটোরিক্্রা যোগে আদালতে যাওয়ার পথে অভিনব কায়দায় দুই লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়। এ ব্যাপারে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আলী বাদী হয়ে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করা হলে তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা বিভাগের উপর।