সফল ক্রীড়া সংগঠক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভায় তিনবারের নির্বাচিত কাউন্সিলর আমির হোসেন বাহার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭’ সম্মাননা লাভ করেন।
এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর আয়োজনে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে ‘মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা ও বিশ^ মানবতা’ শীর্ষক আলোচনা সভা ও শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির কাছ থেকে আমির হোসেন বাহার এ সম্মাননা গ্রহন করেন।
এজাহিকাফ এর সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুল, সাধারণ সম্পাদক অরূপ সরকার রানা।
এ সময় অন্যান্যের মাঝে দেশের বিভিন্ন জেলায় স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমির হোসেন বাহার ২০১৭ সালে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক, পরপর দুইবারের অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ও ২০১০ সালে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি সফল জনপ্রতিনিধি হিসেবে ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডে ১৯৯৭, ২০০২ ও ২০১২ সালে পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, মক্তব, বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গত ১৫ আগষ্ট চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সংগঠকের পদক লাভ করেন।