--------------------
ফেনী জেলা ফুটবল দলের গোলকিপার অসুস্থ একরামুল হক নিশান হাজারীর চিকিৎসার্থে রোববার (৫ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায় ৫০ হাজার টাকার চেক তাঁর মায়ের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবময় দেওয়ান, ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদস্য দেলোয়ার হোসেন ডালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, অসুস্থ খেলোয়াড় নিশানের সুস্থতায় সার্বিক সহযোগিতা করা হবে। তার চিকিৎসার বিষয়ে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা তদারকি করছি। তিনি বলেন, যখন যা প্রয়োজন আমরা সহযোগিতা করব।
উল্লেখ্য; জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে গত ৩১ অক্টোবর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সদর উপজেলা দল বনাম ফুলগাজী উপজেলা দলের খেলা চলাকালীন গোলকিপার একরামুল হক নিশান হাজারীর বাম পায়ের হাঁড়ে ভেঙ্গে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসক সূত্রে জানা যায়।