শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার ফেনীতে চারদিন ব্যাপী আয়কর মেলা রিটার্ন আদায় হয়েছে ৫২ লক্ষ্য টাকা। কুমিল্লা কর অঞ্চল ফেনীর উপ কর কমিশনার দীপুল এিপুরা। মঙ্গলবার দুপুরে শুরু হয়ে শনিবার বিকালে মেলাটি শেষ হয়। আয়কর সূএ জানায়, মঙ্গবালবার ১ম দিনে সেবা গ্রহন করেন ২৮৮ জন যেখানে রিটার্ন দাখিল করেছেন ১১৬ জন,কর আদায় হয় ৩,৪৩,২৭২ টাকা, ২য় দিন সেবা গ্রহন করেন ৪১৬ জন আর রিটার্ন দাখিল করেন ২৬১ জন এবং কর আদায় হয় ১৬,৬৬,০৫৮ টাকা, ৩য় দিন সেবা গ্রহন করেন ৪৫৬ জন,রিটার্ন দাখিল করেন ২৭৮ জন,কর আদায় ৬,২৪,৪৪৫ টাকা,শেষ দিন সেবা গ্রহন করেন ২০৫০ জন আর রিটার্ন দাখিল করেন ১৪৮০ জন,কর আদায় হয়েছে ২৫,২৯,৯১২টাকা।চারদিনে মোট কর আদায় হয় ৫১ লাখ ৬২ হাজার ৭৮৭ টাকা।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চোধুরী। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপ কর কমিশনার দীপল এিপুরা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কর মেলার সদস্য সচিব ও উপ কর কমিশনার এবি.এম কামরুল ইসলাম, জেলা কর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক জিয়াউল হক সেলিম ও কর আইনজীবী সদস্য ইসমাইল হোসেন সিরাজী সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চল কর ফেনীর কমিশন আব্দুস সোবহান। উল্লেখ্য,ডেপুটি কর কমিশনার দীপল এিপুরা জানান ২০১৭/১৮ অর্থ বছর ফেনীর কর আদায়ের লক্ষ্য মাএা ১১১ কোটি টাকা।