সৃজনশীল সমাজ গড়ার অঙ্গীকার এ স্লোগানকে সামনে রেখে অনুপ্রেরণা ছাত্র সংঘ বৃত্তি পরীক্ষা শুক্রবার সকালে জাহান আরা উচ্চ বিদ্যালয় ও দেবরামপুর জাহানারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও ইয়াকুব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মেদ উল্যাহ, কেন্দ্র সচিব জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এম এ তাহের, সাধারণ সম্পাদক আলমগীর ননী, ফেনী জেলা অনলাইন প্রেস ইউনিটির সহ-সভাপতি ও আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: হারুন, সহ-সভাপতি শেখ রাসেল, প্রধান শিক্ষিকা চামেলী ভৌমিক, দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আবদুল্যাহ আল মারুফ, বৃত্তি পরিচালনা পর্ষদের সভাপতি ও বাদামতলী মডেল একাডেমীর প্রধান শিক্ষক ছায়েফ উল্যাহ সোহেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিরাজ, আবদুল্যাহ আল ফয়সল, সম্পাদক শেখ জাহেদ, সহ-সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এরশাদ উল্যাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুব এলাহি মিলন, সহকারি শিক্ষক প্রবীর কুমার শীল, অশীম কুমার, মো: নাছির উদ্দিন, মো: নাজমুল হক প্রমুখ। বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৫ টি বিদ্যালয় অংশগ্রহণ করে।