শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে ফেনীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী চ্যারিটি ফাউন্ডেশন। বৃহস্পতিবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে পাঁচশ'র ও বেশী ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক সৈয়দ আকরাম হোসেন, সদস্য সচিব ওসমান হায়দার চিশতী, সদস্য নাছির উদ্দিন মজুমদার, মঞ্জুর ইসলাম,তাওহীদুল ইসলাম তুহিন, ইকবাল হোসেন, কামরুল হোসেন, রবিউল আলম মিঠু, মির হোসেন সোহেল, আরিয়ান আহাম্মেদ সোহেল, সৈয়দ আবির, এন এস মিল্লাত, সৈয়দ মোরশেদ, জাবেদ হোসেন প্রমুখ। উল্ল্যেখ্য যে ২রা নভেম্বর বাংলাদেশে জাতীয় ভাবে রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়।১৯৭২ সালে ২রা নভেম্বর অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়।