স্টাফ রিপোটার >>খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষাণীত হয়ে সরকারী দলর সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন ফেনী জেলা বিএনপির নতৃবৃন্দ । মঙ্গলবার রাতে এক বিজ্ঞাপ্তির মাধ্যমে তারা এ নিন্দা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপ্তি তারা জানান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকা যাওয়ার পথে ফেনীর মহিপালের মহিপাল পেট্রোল পাম্প অতিক্রম করার সময় উনার গাড়ীবহরের পিছনে সরকারী দলের দুর্বৃত্তরা হামলা চালায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষাণীত হয়ে সরকারী দলের সন্ত্রাসীরা এই হামলা চালায়। এতে দলের নেতা-কর্মীরা ও সাধারন পথচারী আহত হয়। অনুরুপ ভাবে বিএনপি দেশনেত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২৮/১০/২০১৭ইং তারিখ শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী বাজারের দক্ষিনে ফতেহপুরে নিকট আমাদের দলীয় নেত্রীর বহরে থাকা ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিড়িয়া সাংবাদিকদের গাড়ীতে সরকারী দলের দুর্বত্তরা হামলা চালায়। আমরা ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের গ্রেফতারের জোর দাবী জানাই।