ফেনী প্রতিনিধি, ৩১ অক্টোবর : ফেনীতে খালেদা জিয়ার গাড়ী বহরের বিপরীতে দুইটি বাসে দূর্বৃত্তেরা আগুন দিয়েছে । এ সময় বেশ কয়েকটি ককটেলও নিক্ষপ করেছে তারা । মঙ্গলবার সন্ধ্যা ৫ টার সময় ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে । তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানান।
মহিপাল হাইওয়ে (ওসি) অফিসার ইনচার্জ আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকাল ৫ টার দিকে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সফলভাবেই কক্সবাজার থেকে ফেনীর মহিপার অতিক্রম করেন । কিছুক্ষন পরই অজ্ঞাত দূর্বৃত্তরা পর পর দুইটি ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টি করে এবং পরে প্রেট্রোল বোমা ছুড়ে দুইটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ত্রণে আনেন ।
ফেনী ফায়ার ষ্টেশানের ডিউটি অফিসার আবদুল কাদের জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার ষ্টেশানের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন । এসময় মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
এর প্রতিবাদে তাৎণিক ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিােভ করেন। এসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার।