স্টাফ রিপোটার>> ফেনীতে ২৭ বছর ধরে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী সাবেক সেনা সদস্য মিরুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মির হোসেন মিরু (৪৫) লেমুয়া ইউনিয়েনর দক্ষিণ চাঁদপুর গ্রামের মুন্সি আবদুল গোফরানের ছেলে। সে ২৭ বছর পলাতক ছিল।
উল্লেখ্য, ১৯৯০ সালের ৫ এপ্রিল ৬৪ শতাংশ অর্পিত সম্পত্তি জবর দখলের জের ধরে লেমুয়া চাঁদপুর গ্রামের মা সালেহা বেগম ও ছেলে জাফর আহম্মদকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে সেনা সদস্য মিরু। এরপর ১৯৯২ সালের ১০ নভেম্বর তৎকালীণ বিচারক ফেনীর আদালত মিরুকে যাবজ্জীবন সাজা দেয় । এ ঘটনায় আরো ১৫ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদালত ।