স্টাফ রিপোটার>> ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির তদন্ত কমিটি গঠন করেন।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরনে শনিবার সকালে আরজুনা আক্তার শিরিনের (২০) মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। বেলা বাড়ার সাথে সাথে জানাজানি হলে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে কর্তৃপক্ষ ঘটনাটি এড়িয়ে যান। এছাড়া প্রসূতির নাম-পরিচয়ও গোপন রাখে। এতে ঘটনাটি নিয়ে সন্দেহ আরো ঘনিভূত হয়।
অপরদিকে গঠিত তদন্ত কমিটিতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মিয়াজীকে আহবায়ক, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. হাসিনা আক্তার স্বপ্না ও ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এস.এস.আর মাসুদ রানাকে সদস্য করা হয়েছে। ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসাথে জেড ইউ হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর মৃত্যুর বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।