স্টাফ রিপোটার>> আজ শনিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ল'ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএবি) কাউন্সিল অনুষ্টিত হয়।
এলএবি’র আহ্বায়ক এড. কাজী ওয়ালী উদ্দিন ফয়সলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী নজিবুল্লাহ্ হিরু।
কিছুপদ শুন্য রেখে সভাপতি পদে এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল ও এড.শরীফুজ্জামান মজুমদার সংগ্রামকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এড.আব্দুল মতিন খসরু, এড. শ.ম. রেজাউল করিম, এড.কাজী নজিবুল্লাহ হিরু, ব্যারিষ্টার মুনতাসিম বিল্লাহ্ ফারুকী, এম. এ. গফুর মজুমদার।
কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন- সহ-সভাপতি পদে মীর মোশারফ হোসেন বাদল, মো: কাওছার আলম, মো. ওমর ফারুক, সাইফুল আলম। যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম ফিরোজ, ড.বদরুল হাসান কচি, শিকদার মো: আকতারুজ্জামান হিমেল, মোহাম্মদ নুর হোসেন। প্রচার সম্পাদক মির্জা মো. জামাল হোসেন, অফিস সম্পাদক পদে মো:আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ তাজুল ইসলাম, আইন সম্পাদক বজলুর রশীদ দোলন, উপ-আইন সম্পাদক আতিকুর রহমান খান, প্রকাশনা সম্পাদক মো: আল-আমীন হোসেন, মহিলা সম্পাদক নাজমা আফরিন সুমনা, উপ-মহিলা সম্পাদক মেহের আফরোজ রুমা, সহ-মহিলা সম্পাদক ইয়াছমিন খান শীলা, উপ-সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রিপন বিশ্বাস, উপ-ক্রীড়া সম্পাদক এজাজুর রহমান রাসেল, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: মহিউদ্দিন চৌধুরীর(শরিফ), উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাপস মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী চুন্নু, উপ-সমাজ কল্যাণ সম্পাদক মো.আরমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো:নাজিম উদ্দীন চৌধুরী পদে নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যবৃন্দ হলেন, আবদুর নুর দুলাল, আবদুল্লাহ্ আল হারুন রাসেল, মো: আরিফুর রহমান সরকার, এ জি মাহমুদ, আলী আহসান মোল্লা, আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান দুর্জয়, আমরীন মৃধা, এমারত হোসেন বাচ্চু, বিকাশ চন্দ্র সাহা, দেলোয়ার হোসেন, ফিরোজ অালম,ফিরোজুর রহমান মন্টু,ইকবাল হোসেন খান লিটন,জাহাঙ্গির আলম চৌধুরী, মো. জাকির হোসেন, জাহিদুল আলম জাহিদ,কামাল হোসেন পাটোয়ারী,মনিরুল ইসলাম, মো:নজরুল ইসলাম,নাজনীন সুলতানা,ওমর ফারুক ভূইয়া, ব্যারিস্টার রেফাতুল করিম লেলিন, মো. শামীম খাঁন, শাহনেওয়াজ পাটোয়ারী শুভ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু বলেন, ‘ল ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সারাদেশের আইনজীবীদেরএকটি ব্যাতিক্রমধর্মী, সেবামূলক, অরাজনৈতিক সংগঠন। সংগঠনের প্রতিটি পদক্ষেপই গঠনমূলক বলে আমি বিশ্বাস করি, নবনির্বাচিত কমিটির প্রতিটি সদস্যই সাংগঠনিক নেতৃত্ব গুনাবলী সম্পন্ন, বিশেষ করে সভাপতি-সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত সাংগঠনিক নেতৃত্ব। আমি প্রত্যাশা করি সংগঠনটি অনেকদূরে পৌঁছাতে সক্ষম হবে।
......................................................
’ফেনীর সন্তান কাজি ফয়সল ল’ ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত
সংক্ষেপে কাজি ফয়সলের জীবনী :
এডভোকেট কাজি ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্-দীন ও মরহুমা সাকিনা আহমেদ চৌধুরাণীর কণিষ্ঠ পুত্র।
কাজী ফয়সল কর আইনজীবিদের শীর্ষ সংগঠন বিটিএলএ'র ও বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতির ইসি কমিটির সদস্য। কাজী ফয়সল যুবলীগের ৫ম জাতীয় কংগ্রেসের মাধ্যমে নিজের অবস্থান করে নেন এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবে গত ১/১১ সময়কাল ও তার পরবর্তীতে যখন রাজনৈতিক নেতাদের উপর চলছিলো অবর্ণনীয় স্টীমরোলার, তখনও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ও মির্জা আজম এমপির নির্দেশিত সকল দায়িত্ব দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত সাংগঠনিক সফরসহ সব নির্দেশ যথারীতি পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রিয় নেতৃত্বে ছিলেন এবং ফয়সল পরপর দুইবার ঐতিহ্যববাহী সেন্ট্রাল ল’কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে'সময় তিনি ফেনী ল’ কলেজের অন্যতম প্রতিষ্টাতা ছিলেন। এডভোকেট কাজি ওয়ালী উদ্দিন(কাজি ফয়সল) পাঁচগাছিয়া আক্রামুজ্জামান খান স্মৃতি বহুমুখি উচ্চ বিদ্যালয় ও ফেনী সরকারি কলেজে অধ্যায়নরত অবস্থায় ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি পুরোদমে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এক সময় কাজি ফয়সল দেশের স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রচুর লেখালেখি করতেন। লেখক গোষ্ঠি ফেনী, ফেনী সমিতি-ঢাকা, রোটারেক্ট ক্লাব আহসান মন্জিল, ড.সেলিম আল দীন স্মৃতি পরিষদ, ভোরের কাগজ পাঠক ফোরাম, প্রথমআলো বন্ধুসভা, দেশবাংলা বন্ধুমেলা, ফেনী বন্ধু পরিষদ-ঢাকা ও কবি শামসুল ইসলাম স্মৃতি সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি ফেনী থেকে ‘সাপ্তাহিক শমসের নগর’ নামে একটি পত্রিকাও বের করেন। কাজি ফয়সল দেশের যুব সাংবাদিকদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি তার অগ্রজ তানভীর আলাদিনের সঙ্গে যৌথভাবে ‘মুজিব মানে বাংলাদেশ’ এবং ‘সংশপ্তক শেখ হাসিনা’ নামক দু’টি কাব্যগ্রন্থ রচনা ও প্রকাশিত করেছেন। তার সহধর্মীনি ব্যাংকার তাহমিনা আক্তার সুক্তা, তাদের দুটো সন্তান শাদ ও সামী।