স্টাফ রিপোটার>> ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আবারো ৪টি গ্রামে স্বেচ্ছায় ৮ কিলোমিটার রাস্তার দু-পাশে ২ হাজার ৩৮০টি তালের বীজ বপন করলেন ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী । শুক্রবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত তালের বীজগুলো বপন করা হয় । এনিয়ে দুই ধাপে সর্বমোট ৭টি গ্রামের ১৫ কিলোমিটার রাস্তায় ৫ হাজার ৮শত ৭৮টি তালের বীজ বপন করা হয় ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের বাসিন্দা ও ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী ব্যক্তিগত ভাবে নিজ গ্রামসহ পাশ্ববর্তী ৪টি গ্রামের রাস্তার দু-পাশে তালের বীজ বপনের আবারো উদ্যোগ নেয় ।
এ জন্য তিনি দ্বিতীয় ধাপে চলতি মাসের প্রথম থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে দীর্ঘ ১৫দিনে ২ হাজার ৩৮০টি তালের বীজ (আঁটি) পূনরায় সংগ্রহ করেন। বিষয়টি তিনি সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ( পিআরএল) আজিজুল হককে জানান। পরে তিনি ও স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদারের সহায়তায় এক হাজার ১০১টি তালের বীজ প্রদানে সহায়তা করেন।
সংগ্রহীত তালের বীজগুলো শুক্রবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি ৪টি গ্রামের দীর্ঘ ৮ কিলোমিটার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ ( মাথিয়ারা ) থেকে উত্তর কাশিমপুর, ইলাশপুর ও বাথানিয়া গ্রামের ) রাস্তার দু-পাশে সারিবদ্ধ করে ১০ হাত দুরত্বে ২ হাজার ৩৮০টি তালের বীজ বপন করেন । এসময় তার সাথে স্থানীয় গ্রামবাসী, সুধীজন, জন প্রতিনিধি ও উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় বীজ রোপনে অংশ গ্রহন করে।
বীজ বপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, বিশেষ অতিথি জেলা প্রশাসক কার্যালয় ফেনীর সহকারী কমিশনার মো: সারওয়ার সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ( পিআরএল) ফেনী সদর মোঃ আজিজুল হক, ফেনী , পাঁচগাছিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার, উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগম, পাঁচগাছিয়া ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান খায়েজ আহম্মদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি খুরশিদ আলম মজুমদার,
উপস্থিত প্রশাসনের কর্মকর্তাগণ সাংবাদিক সৌরভ পাটোয়ারীর বজ্রপাত প্রশমনে জনহীতকর মহতি উদ্যোগকে স্বাগত জানান।
সাংবাদিক সৌরভ পাটোয়ারী ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনীর গৌরব, হকার্স অনলাইন নিউজ প্রোর্টেলের নিবার্হী সম্পাদকের দায়িত্বে ও নিউজ প্রোর্টেল রাইজিংবিডির জেলা প্রতিনিধি হিসাবে নিয়োজিত আছেন।
উল্লেখ্য, সাংবাদিক সৌরভ পাটোয়ারী উদ্যোগে গত ২৫ আগস্ট একই ইউনিয়নের ৩টি গ্রামে ৭ কিলোমিটার রাস্তায় ৩ হাজার ৪৯৮টি তালের বীজ বপন করেন । দ্বিতীয় পর্যায়েরসহ এ যাবত সর্বমোট ৭টি গ্রামের ১৫ কিলোমিটার রাস্তায় ৫ হাজার ৮শত ৭৮টি তালের বীজ সফলতার সাথে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় বপন কাজ সম্পন্ন করেন । এহেন বজ্রপাত প্রশমনে ও দূর্যোগ মোকাবেলায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে স্বেচ্ছায় উদ্যোগ নেয়ার জন্য আহবান জানান সৌরভ পাটোয়ারী ।