ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দেড়টার দিকে ফেনী মডেল থানার ওসি রাসেদ খাঁন চৌধুরীর নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্বন্দীপ রায় ও থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম তাদের আটক করে। আটককৃতরা হলো ফেনী সদরের পশ্চিম উকিল পাড়ার আবুল কাশেমের ছেলে আজগর আলী মোর্শেদ(২০),কাজির বাগের মধ্যম সোনাপুরের মোঃ মহি উদ্দিনের ছেলে নুর উদ্দিন দিপু(২০), সোনাগাচীর মঙ্গলকান্দির আনোয়ার হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম বাদল(১৮) ও বাগেরহাটের মোড়লগঞ্জের মোতালেবের ছেলে শাকিল হাওলাদার(২২)। জানাগেছে,ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম টহল ডিউটে থাকাকালীন সময় ওই স্থানে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ফেনিী মডেল থানার ওসি রাসেদ খাঁন চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। পরে তিনি শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্বন্দীপ রায়কে সাথে নিয়ে ডাকাতদের ঘিরে ফেলেন। এসময় ডাকাতরা পালিয়ে যাওযার চেষ্টা করলে পুলিশ ৪ ডাকাতকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে এসআই আমিনুল বাদী হয়ে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।