লোকমান বিএসসি ঃ বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী সাবিনা ইয়াসমিনের দায়িত্ব নিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং কমিটির সভাপতি ও ঢাকাস্থ ফেনী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ। ১৫ আগষ্ট সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান শেষে তিনি সাবিনার কৃত্রিম হাত লাগানো, চিকিৎসা ও লেখা পড়ার খরচ সহ যাবতীয় দায়িত্ব গ্রহন করেন। এসময় শেখ আবদুল্লাহ উক্ত ছাত্রীকে ১০ হাজার টাকা ও উপস্থিত শিক্ষক- শিক্ষার্থী এবং গভঃর্নিং বডির সদস্যরা ৩০ হাজার টাকা সহ মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। সাবিনা উপজেলার মুন্সীরহাট ইউপির উত্তর আনন্দপুর গ্রামের আবদুল হকের মেয়ে। সাবিনার মা মাফিয়া আক্তার জানান, গত রমজানে বাড়ীর ছাদে কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুতের তারে দুই হাত জড়িয়ে যায় সাবিনার। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।এ সময় ডাক্তাররা তার দুই হাত কনুইয়ের নিচ থেকে কেটে ফেলে। সাবিনার মা তার মেয়ের যাবতীয় দায়িত্ব গ্রহন করায় শেখ আবদুল্লাহ'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম ফুলগাজী থানার ওসি (তদন্ত)জসিম উদ্দিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমীন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক একরাম হোসেন পাটোয়ারী প্রমুখ।