নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার ফেনীতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন মোবাইল অপারেটর কোম্পানি রবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার দুপুরে শহরের এস.এস.কে সড়ক আঞ্চলিক প্রধান কার্যালয়ে মতবিনিময় করেন রবি’র চিফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। মতবিনিময়কালে গণমাধ্যমকর্মীদের রবি’র জনসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা দেন চীফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। তিনি ফেনীতে গ্রাহকসেবা, নেটওয়ার্ক কভারেজ এবং ইন্টারনেট সুবিধাসহ অপরেটারটির বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। ফেনীসহ সারাদেশের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে রবির ‘কোস্টাল এলার্ট সার্ভিস’ চালু করার বিষয়টিও জানান। এছাড়া দেশের সাতটি রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি গণমাধ্যকর্মীদের অবহিত করেন ও শিক্ষা ক্ষেত্রে রবির গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। শ্রীঘ্রই ফেনী রেলওয়ে স্টেশনে পানির একটি প্লান্ট’র কাজ শুরু করবে রবি' বলে মতবিনিময় সভায় উল্ল্যেখ করে তিনি জানিয়েছেন। এসময় ক্লাস্টার ডিরেক্টর নাজীর আহমেদ, মিডিয়া কমিউনিকেশন ইকরাম কবীর, আঞ্চলিক ম্যানেজার শফিকুর রহমান, দৈনিক সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সাপ্তাহিক কলকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনীর কাগজ সম্পাদক এমরান পাটোয়ারী,সাপ্তাহিক হকার্স এর শহর প্রতিনিধি দিদার মজুমদার সহ ফেনীর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন