শহর প্রতিনিধিঃ- ৪ আগষ্ট ১৭ইং ফেনীতে সেচ্ছাসেবক সংঘঠনের কর্মিদের সাথে আল-কেমীর হাসপাতালের পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সাথে বাকবিতণ্ডা হয়েছে।সেচ্ছাসেবক সংঘঠনের কর্মিরা জানান এক সিজার অপারেশন রোগীকে তারা রক্ত দিতে আসলে দেখেন রক্তের হিমোগ্লোবিন পরিক্ষা ছাড়াই কর্তব্যরত ডাঃ এর নির্দেশনায় ২ ব্যাগ রক্তের প্রয়োজনীতা রোগীর অভিবাবকদের জানান,অভিবাবক রক্তের সন্ধানে ফেনীর সেচ্ছাসেবী সংঘঠনের সরনাপুন্ন হলে সেচ্ছাসেবক কর্মিরা দেখতে পান রোগীকে এক ব্যাগ রক্ত চলাকালীন সময়ে ও আরো এক ব্যাগ রক্ত ডোনার থেকে নিচ্ছেন, উক্ত বিষয়ে সংঘঠনের কর্মিরা জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন ডাঃ এর পরামর্শেই রক্ত নেয়া হয়েছে এবং রোগীর হিমোগ্লোবিন কম থাকায় অতিরিক্ত আরো এক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় ডোনার থেকে।সেচ্ছাসেবক সেবক কর্মিরা জানতে চাইলেন অতিরিক্ত রক্ত প্রয়োজন না হলে সে ক্ষেত্রে কি করবেন এ প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন প্রয়োজন না হলে রক্ত ফেলে দেয়া হবে এ নিয়ে সেচ্ছাসেবক কর্মিদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।পরবর্তিতে ফেনীর ৩৮ টি সেচ্ছাসেবক সংঘঠনের মধ্যে কয়েকটি সংঘঠনের কর্মিরা এসে বিষয়টি জানতে আসলে পরিচালকে না পেয়ে ফোনে যোগাযোগ করিলে পরিচালক আব্দুল মান্নান মুঠো ফোনে জানান বিষয়ে তিনি ভুল করে করেছেন এবং অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন।