থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ ও ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ফেনী আনন্দ কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় চেয়ারম্যান জনাব আজিজ আহমদ চৌধুরি জেলা পরিষদ ফেনী।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব রোহান মাক্কি।শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব বাবু আশিশ ধর,সাধারন সম্পাদক থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ। সংঠনের সভাপতি জনাব খুরশিদ রহমান সূর্য এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশ্রাফুল আলম গিটার,প্যনেল মেয়র ফেনী পৌরসভা। জনাব লুৎফুর রহমান খোকন হাজারি,কাউন্সিলর ফেনী পৌরসভা, আবু তাহের জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো, মাইন উদ্দিন পরিচালক,স্টার লাইন, ,ফজলে ইমাম রকি পরিচালক,থ্রী লাইন গ্রুপ। মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম থেকে আগত এড.রেবা বড়ুয়া প্রধান সমন্বয়কারী,থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ, থ্যালাসেমিয়া বিষয়ক বক্তব্য রাখেন ডাঃ শাহেদ বিন মোস্তফা এমবিবিএস,ডিসিএইস-(পিজিটি মেডিসিন)সিডি(বারডেম) মা ও শিশু জেনারেল হাসপাতাল,আগ্রাবাদ চট্টগ্রাম। অনিষ্ঠানে সভাপতির বক্তব্যের পর পরই শুরু হয় চিকিৎসা সেবা।চিকিৎসা সেবা নিতে ফেনী ও ফেনীর বাহিরে দূরদুরান্ত থেকে আসেন রোগীরা।প্রায় দুশত রোগী এ চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।