ক্যারিয়ার ও কমিউনিটি ভিত্তিক সংগঠন “দেখা হবে বিজয়ে” ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপন ইভেন্টস এর আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী অনলাইন উদ্যোক্তা মেলা ২০১৭ এর সফল সমাপনী সম্পন্ন হয়েছে গতকাল শনিবার বিকালে ।ফেনী সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সৃজনশীল প্রদর্শনীর সমাপনী ও উদ্যোক্তা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আজীজ আহম্মদ চৌধুরী ।এই সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা রোকেয়া প্রাচী,সময় টিভির ফেনী বুরো প্রধান বখতিয়ার ইসলাম মুন্না,দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন,ফেনী জেলা জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল হাসান রুবেল সহ বিভিন্ন অঙ্গনের মানুষজন । বক্তারা তাদের বক্তব্যে তরুন প্রজন্মকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে এ ধরনের মেলা আয়োজনের উদ্যেগকে স্বাগত জানান ।আগামীতে পৃষ্ঠপোষনা পেলে এই ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
মেলার উদ্যোক্তা ও আপন ইভেন্টস এর স্বত্বাধীকারী শরীফুল ইসলাম অপু জানান,মুলত ফেনীতে যারা উদ্যমী উদ্যোক্তা তাদের কর্মক্ষমতা বাড়াতেই এমন সৃজনশীল আয়োজন,আত্নকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরনে এটি আমাদের স্বপ্রনোদিত উদ্যোগ ।এই মেলায় হ্যান্ডমেইড গহনা,সাজানী,হিজাব,ফটোগ্রাফি ও আইটি রিলেটেড ১৭ টি স্টল অংশগ্রহন করে।