ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফেনী বন্ধুসভার উদ্যোগে ঈদের পোষাক বিতরণ করা হয়েছে। বন্ধুসভার সদস্যদের অর্থায়নে ‘একটি করে রঙ্গিন জামা’ শিরোনামে সারা দেশে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচী পালন করে।
বুধবার( ১৪ জুন)ফেনী শহরের ট্রাংক রোডে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বকুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ফেনী সদর উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে এবারের ঈদ উপহার হিসাবে একটি রঙ্গিন জামা বিতরন করা হয়েছে।
এ সব অনুষ্ঠানে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, বন্ধুসভার উপদেষ্টা আবু তাহের,মোঃ মোশারফ হোসেন মিলন,মোঃ হারুন উর রশিদ, নাজমুল হক শামীম,সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি শেখ আশিকুন্নবী সজীব,মাখজাম হায়দার মিরাজ,সাংগঠনিক সম্পাদক অমিত মজুমদার, হারুনুর রশিদ মৃধা,রেহানা ইয়াছমিন,শওকত হোসেন শাকিল,বিজয় নাথ,আলিফ,সাইফ,তন্ময়,মিশু,তাহমি দ, মাইশা তামান্নাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিথী, সুমি, সখি,রুবেল, আশরাফুল জানান, ঈদের নতুন রঙ্গিন জামা পেয়ে তারা বেশ খুশী হয়েছে।