আপনি জেনে আনন্দিত হবেন যে, ফেনীর কিছু উদ্যোমী তরুন- তরুনী উদ্যোক্তাদের প্রচেষ্টায় ক্যারিয়ার ও কমিউনিটি ভিত্তিক সংগঠন ‘‘দেখা হবে বিজয়ে ” এর আয়োজনে এবং শহরের স্বনামধন্য অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপন ইভেন্টস এর ব্যবস্থাপনায় আজ ১৫ জুন থেকে ১৭ জুন ২০১৭ পর্যন্ত ফেনী শহরের মিজান রোডের ফেনী ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে প্রথম বারের মত আয়োজিত হতে যাচ্ছে “ফেনী অনলাইন উদ্যোক্তা মেলা ২০১৭” । ফেনীর আত্নপ্রত্যয়ী কিছু নতুন উদ্যোক্তাদের সমন্বয়ে আয়োজিত এই সৃজনশীল প্রদর্শনী ।মূলত ঘরে বসে তৈরী করা ও সংগ্রহীত সৌখিন জিনিস-পত্রের প্রদর্শনী হবে এই আয়োজনে । নতুন প্রজন্মকে আত্ননির্ভরশীল ও কর্মক্ষম হিসাবে গড়ে তোলার পথে অনুপ্রেরনা যোগাতেই এই আয়োজন । তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অনলাইন ভিত্তিক ১৫ জন মহিলা উদ্যোক্তা সহ শহরের প্রায় ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নিতে যাচ্ছেন । পাশাপাশি তরুন প্রজন্মের একটি বড় অংশকে নতুন উদ্যোক্তা হিসেবে বিভিন্নভাবে সম্পৃক্ত করার প্রচেষ্টায় ওয়ার্কশপ এর ব্যবস্থা রাখা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ব্যতিক্রমি ও সম্ভাবনাময় প্রদর্শনী । অনলাইন উদ্যোক্তা মেলা ২০১৭ ফেণীর প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম আপু জানান
মেলায় কেনাকাটা করলেই দর্শনার্থীরা পাবেন কুপন আর সেই কুপন প্রতিদিন লটারির মাধ্যমে এক জন করে বিজইকে দেওয়া হবে একটি করে মোবাইল ফোন সেট ।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফেনীর জেলা প্রশাসক মনজ কুমার রায়
মেলা চলবে সকাল প্রতি দিন ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ।