নিজস্ব প্রতিনিধি, ১৩ জানুয়ারী: ফেনী শহরের মহিপালে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ট্রিপল মার্ডারের আলোচিত মামলাটি অপরাধ তদšন্ত সংস্থা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: ‘শাহীনুজ্জামান জানান, মহিপাল চৌধুরী বাড়ী সংলগ্ন হেঞ্জু মিয়া হাজী বাড়ীর হারিছ আহম্মদের সাথে ৬২শতক জমি নিয়ে শহরের রামপুর এলাকার আবদুল মান্নান গংদের বিরোধ চলে আসছে। হারিছ আহম্মদের দখলীয় কিছু স¤পত্তি চৌধুরী বাড়ীর সাহেদ চৌধুরী, স্বপন চৌধুরী ও ফারুক রামপুরের আবদুল মান্নান থেকে নিজেদের কেনা দাবী করে দখল নিয়ে বিরোধের সূত্রপাত। এর জেরে ২৫
ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে ৭০-৮০ জন দূর্বৃত্ত সশস্ত্র অবস্থায় হাজী বাড়ীতে হামলা চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ লোকমান হেসেনের মেয়ে আকলিমা আক্তার (১৩) ও আলী আকবরের ছেলে মাঈন উদ্দিন (৪৫) নিহত হয়। ঘটনার একদিন পর শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ (৫) নামের আরেক শিশু মারা যায়। এ ঘটনায় নিহত লোকমান হোসেনের ছেলে
মোমিনুল হক নয়ন বাদী হয়ে সাহেদ চৌধুরী, স্বপন চৌধুরী ও ফারুকসহ ২১ জনের নাম উল্লেখ করে ৪৬ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত ৮ জন ও সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করা হয়। ইমরান হোসেন ও আরিফুল ইসলাম নামের দুইজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করে। স্বপন চৌধুরীর বসতঘর থেকে শর্টগান ও মিঠু চৌধুরীর বাড়ী থেকে এক নলা বন্দুক এবং ৪৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে পুলিশ উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম ফরেনসিকে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: শাহীনুজ্জামান জানান ঘটনার ১৮ দিন পর ফেনী সিআইডির পরিদর্শক এনামুল হকের কাছে মামলার তদন্তভার হস্তান্তর করা হয়েছে।