 
                      
                    
                    
                    
                        
                        আগুনে পুড়ে ছাই পরশুরামে
রিক্সা চালক শফিকুরের বসতঘর
পরশুরাম প্রতিনিধি :
পরশুরামে অগ্নিকান্ডে শফিকুর রহমান (৫০) নামে এক রিকশাচালকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের তাকিয়া পাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে দ্রæত এগিয়ে আসেন স্থানীয়রা। আশপাশ থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। অল্প সময়ের মধ্যে আগুনে আসবাবপত্রসহ ঘরের সব পুড়ে ছাঁই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে শফিকুর রহমান জানান। অগ্নিকান্ডে বসত ঘর রান্নাঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়েছেন রিকশাচালক শফিকুর রহমান।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দূরত্ব ও সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছতে পারেনি। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    












