ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক
বিতর্ক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্কুল মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র শীর্ষক এই প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্যাহ মানিক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কাবুল হোসেন কাবুল মেম্বার ও বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক শাহজালাল ভূঞা। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের, রোকসানা বেগম ও পারুল আক্তার। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে ছিলেন শিক্ষার্থী জান্নাতুল ইকরা, জান্নাতুল ফাহমিদা ও আবদুল্লাহ আল ফুয়াদ এবং বিপক্ষে দলে ছিলেন শিক্ষার্থী মুনতাসীর হোসেন, সাবরিনা আলম ও ফাতেমা আক্তার। এতে বিপক্ষ দল চ্যাম্পিয়ন হয় এবং শ্রেষ্ঠ বিতর্কিত নির্বাচিত হয়েছে সাবরিনা আলম। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত