ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার
পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত
সংবাদদাতা :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার পরামর্শ পরিষদের প্রথম অধিবেশন সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আতাউল্লাহ কবীর ভূঁইয়ার সঞ্চালনায় ১৮ জুলাই (শুক্রবার) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার মুহতারাম সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি মুফতি সালাহউদ্দিন আইয়ুবী, সাবেক জেলা সভাপতি ও জাতীয় শিক্ষক ফোরাম ফেনী জেলা সাভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সোহাইল, কেন্দ্রীয় কমিটির উপকমিটির সদস্য মাওলানা কবির আহমদ পাটোয়ারী প্রমুখ। জেলা সাধারণ সম্পাদক পরামর্শ পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন এবং জেলা সভাপতি উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কর্মপরিষদের সদস্যগণ ২০২৫-২৬ সেশনের জন্য নিজ নিজ বিভাগীয় পরিকল্পনা ও বাজেট পেশ করেন। দীর্ঘ আলোচনা-পর্যালোচনা ও সংযোজন-বিয়োজনের পর পরামর্শ পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সেশনের পরিকল্পনা ও বাজেট পাস ও অনুমোদন হয়।
অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় যুব আন্দোলন কে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব আন্দোলনের প্রতিজন সদস্য, কর্মী ও দায়িত্বশীল কে প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি করে এগিয়ে আসতে হবে।
অতিথিগণ যুব আন্দোলনের মজবুতী ও গতিশীলতা ধরে রাখতে সর্বত্র দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও যেকোনো বিষয়ে উর্ধ্বতন নেতৃবৃন্দের একনিষ্ঠ আনুগত্যের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সর্বাবস্থায় সকল বাতিল শক্তির ব্যাপারে আপোষহীন ভুমিকায় থাকার আহ্বান জানান।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত