 
                      
                    
                    
                    
                        
সোনাগাজীতে বক্তার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শহীদ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, নুরুল করিম,নুরুল ইসলাম ও মানু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বক্তার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ শাখার ছাত্র নেতা সাদ্দাম হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (সাবেক) নুর আলম সোহাগ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বক্তার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক ফারুক হোসেন। বক্তব্য রাখেন, বক্তার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজে প্রভাষক তাজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক ফখরুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন শুভ, পৌর ছাত্র দলের অহবায়ক নজরুল হোসেন রিংকু, সভাপতি সোনাগাজী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক, মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের মীর আরমান, সোনাগাজী কলেজ ছাত্রদল নেতা কাজী আহাদ। সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য সবারর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













