চৌধুরী,পরশুরামঃ→ পরশুরাম বাজার ক্রোকারিজ সমিতির আবদুল্লাহ-আল-মামুন কে সভাপতি ও রবিউল হোসেন (বাবু) কে সাধারন সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ জুলাই পরশুরাম বাজার ক্রোকারিজ সমিতির কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটিতে আবদুল্লাহ-আল-মামুন কে সভাপতি ইবনে খালেক(নয়ন) ও নাসির উদ্দিন(রিটু) কে সহ-সভাপতি। রবিউল হোসেন (বাবু) কে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,অর্জুন কর্মকার কে সহ-সাধারন সম্পাদক। কোষাধ্যক্ষ কানাই কর্মকার,রবিউল হোসেন(বাবু),সাহাদাত হোসেন(রিহাদ)। মোঃ ইসমাইল স্বপন, মোঃআইয়ুব, মোঃআলাউদ্দিন, মিহির কর্মকার, রত্রি কর্মকার, সুজন কর্মকার, বেলাল হোসেন,সজল কর্মকার, অর্জুন কর্মকার, বিপুল কর্মকার কে সদস্য করে ২০ সদস্য বিশিষ্ট পরশুরাম বাজার ক্রোকারিজ সমিতির পুর্নাঙ্গ গঠন করা হয়েছে। পরশুরাম বাজার ক্রোকারিজ সমিতির কার্যকরী কমিটির সভায় সদ্যপয়াত সভাপতি মোঃ ইকবাল চৌধুরীর মুত্যুতে শোক জ্ঞাপন করা হয়। এবং তার আত্বার শান্তিকামনা করে দোয়া পরিচালনা করা হয়। এছাড়াও সভায় সকল সদস্যদের সর্বসম্মতিতে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর ২ ঘটিকা হইতে(হাফ বেলা) পরশুরাম বাজারের সকল ক্রোকারিজ দোকান বন্ধ থাকার সিদ্বান্ত গৃহীত হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত














