 
                      
                    
                    
                    
                        
                        
নিজস্ব প্রতিনিধি, ফেনী, ২০ মার্চ ২০১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে এলপিজি’র খালি সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে চালক যাত্রীসহ ৬ জন আহত হয়েছে। ট্রাকটি ফেনী থেকে ঢাকার যাওয়ার পথে বুধবার সকাল ১০টায় গ্রাম থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী অটোরিক্সা মহাসড়কে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক অজ্ঞাত একজনকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রামে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ি ফেনী মডেল থানা হেফাজতে রয়েছে। 
আহতরা হচ্ছে রকি (১৮), সুমাইয়া (১৩), সবুরা আক্তার (৪৫) ও অটোরিক্সা চালক মাহবুব (৩৫) পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহত অপর দুজনের নাম জানা যায়নি। আহত চারজন ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ১০টায় ফতেহপুর ওভারপাসের নিচ দিয়ে রাস্তাা পারাপারের সময় সিলিংন্ডারবাহী ঢাকামুখি একটি মিনি ট্রাক অটো-রিক্সাটিকে চাপা দিলে এ ঘটনা ঘটে ।                         
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













