 
                      
                    
                    
                    
                        
                        এস এম সায়েম
ফেনী পৌর এলাকার ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গত ১৮ ডিসেম্বর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার স¤পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান, পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি, সাধারণ স¤পাদক লায়লা জেসমিন বড়মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবীর শামীম ও সাধারণ স¤পাদক আবদুল করিম। প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী তার বক্তব্যে ফেনীর উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি এলাকার সকলের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তিনি আরো জানান, বর্তমানে যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে, তিনি আগামীতে এমপি নির্বাচিত হলে এসব অসমাপ্ত কাজগুলো খুব দ্রুত শেষ করবেন। সভা শেষে যাওয়ার সময় ১৮নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারনা অফিস উদ্বোধন করেন এবং সেখানেই পূর্বের প্রতিশ্র“তি অনুযায়ী ১১টি মসজিদের জন্য বরাদ্ধকৃত ২ লক্ষ টাকা করে নগদ ২২ লক্ষ টাকার প্রতিটি প্রতিষ্ঠানের সভাপতির হাতে তুলে দেন। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন স্টারলাইন গ্র“পের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ স¤পাদক শুসেন চন্দ্র শীল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মানিক ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













