এএসআই আবুল বাশার (৪০), পিতা- আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বৈশের কোট, দেবিদ্বার, কুমিল্লা অদ্য ১৮ আগস্ট ২০১৮ সকাল ০৮ টা ৪৫ ঘটিকার সময় র্যাব ৭ এর ফেনী ক্যাম্পের চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট এলাকায় স্থাপিত বিশেষ চেকপোস্টে একটি মটরসাইকেল সহ আটক হয়। উপস্থিত জনসাধারন এবং সময় টিভি ও এসএটিভি এর সাংবাদিক এর সামনে সে তার ব্যাগ থেকে আনুমানিক ৩২,০০০ পিস ইয়াবা বের করে দেয়। উখিয়া থেকে এই ইয়াবা নিয়ে মটরসাইকেল যোগে সে নারায়নগঞ্জে নিয়ে যাচ্ছিল। এর আগেও গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সে ১৯,০০০ পিস ইয়াবা নারায়নগঞ্জে নিয়ে গিয়েছিল বলে জানায়। এএসআই আবুল বাশার বি বারিয়া এর ডিবি তে কর্মরত ছিল। গত ২৬ মার্চ ২০১৮ তারিখ শশিদলে ৬০ বিজিবি এর কাছে মদ্যপ অবস্থায় মদ এবং অবৈধ মটরসাইকেল সহ আটক হয়। এ ঘটনার প্রেক্ষিতে এএসআই আবুল বাশার বর্তমানে বি বারিয়া পুলিস লাইনে ক্লোজ ছিল। এই ক্লোজ থাকাকালীন সময় দ্বিতীয়বারের মত সে উখিয়াতে যায় এবং এই ইয়াবা নিয়ে ফেরত আসে।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












