ফেনীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ও নুর আলম (৩৬) নামে এক দোকান কর্ম চারী নিহত হয়েছে। সোমবার (০৪জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বড় মসজিদের সামনে আরকে হার্ডওয়ার থেকে আগুনের উৎপত্তি হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এরপর আগুন সুকমল পালেরর দোকান, ইমো মেডিসিন ও ফেরাজ হার্ডওয়ারে ছড়িয়ে পড়ে। ফেনী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তারা জানান চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












