ফেনীতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মঞ্জুরুল আলম মঞ্জু (৪৯) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ফেনীর লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম জানান, চট্রগ্রাম থেকে মাদক বহন করে ঢাকা যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় র্যাব সদস্যরা চেকপোষ্ট বসায়। এসময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মঞ্জুরুল আলম মঞ্জু নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মঞ্জুকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে
রাখা হয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি ও দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। নিহত মঞ্জুরুল আলম মঞ্জু চট্রগ্রামের সাত কানিয়ার মৃত হাজী আব্দুল করিমের ছেলে। তার নামে ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












