 
                      
                    
                    
                    
                        
                        ইয়াছির আরাফাত রুবেল
 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে সংবিধানের আনুযায়ী হবে। বিএনপি নির্বাচনে আসলে খেলা হবে নির্বাচনী মাঠে, না আসলে জনগণই তাদের লালকার্ড দেখাবে। রবিবার (১৩ মে) দুপুরে ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সাথে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, যারা জ্বালাও পোড়াও করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, বর্তমান আওয়ামীলীগ সরকারে উন্নয়নমুলক কাজ দেখে এখন তাদের মাথা ঘুরে গেছে। মন্ত্রী স্থানীয় আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, সময় এসেছে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ার। দেশের উন্নয়নে জনগণ আবার বিপুল ভোটে নৌকা প্রতীককে জয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। ফেনীর বিষয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় এ জেলার বদনাম ছিল, এখন আর নেই। এখন দেশব্যাপী এ জেলার সুনাম। এমন সুন্দর সুশৃঙ্খল শহর মুগ্ধ হওয়ার মত। জেলার স্বাস্থ্য খাতের ব্যাপারে মন্ত্রী বলেন, শীঘ্রই জেলার স্বাস্থ্যখাতের সকল সমস্যার সমাধান হবে। যেসব হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা রয়েছে তা পূরণ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-০১ আসনের সাংসদ শিরিন আখতার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জুয়েল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীমসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারী প্রমূখ ।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













