ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার বিরলীতে সড়ক দূর্ঘটনায় সফিকুর রহমান(৬৩) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১ দিকে বিরলী ব্রীজের পশ্চিমে পূর্ব-জয়নারায়নপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে । দ্রূতগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে আরোহী সফিকুর রহমানসহ আরো তিন জন আহত হন । গুরুতর আহত সফিকুর রহমানকে প্রথমে ফেনী সদর ও পরে উন্নত চিকিৎসার জন্য চ্ট্রগ্রামে নেয়ার পথে তিনি মারা যান। বাকী আহতদের ফেনীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে ।নিহত সফিকুর রহমান পাঁচগাছিয়া ইউপি ছাত্রদলের আহবায়ক আজিজুল হক পলাশের পিতা ও ডমুরুয়া গ্রামের অধিবাসী । তিনি ফেনীর তাকিয়া রোডে ক্ষুদ্রব্যবসায়ী ছিলেন ।রবিবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাম দাফন করা হয় জানাযাতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতা নুর নবী মেম্বার, দেলু চেয়ারম্যান, কামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রণী-পেশার মানুষ ।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












