নিজস্ব প্রতিনিধি>>
সরকারের ‘ভিক্ষুকমুক্ত কর্মসূচী’র আওতায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়েনের ১৩২ জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। প্রত্যেক ভিক্ষুক পরিবারকে একটি করে রিকসা কিংবা ভ্যান গাড়ির পাশাপাশি ১০ টি করে ডিমপাড়া হাঁস প্রদান করা হয়। সদর উপজেলার ১২ টি ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। রোববার ( ১১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফেনী -২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এসব উপকরণ ভিক্ষুকদের হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছরের জুলাই মাসের মধ্যে ফেনী জেলাকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেল্ নির্বাহী কর্মকর্তা, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যাায়ের প্রতিনিধিগণ।
সভা শেষে প্রত্যেক ভিক্ষুক পরিবারকে একটি করে রিকশা ও ভ্যানগাড়ির পাশাপাশি ১০টি করে ডিমপাড়া হাঁস দেওয়া হয়। নিজাম উদ্দিন হাজারী এসব উপকরণ ভিক্ষুকদের হাতে তুলে দেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত